বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় আইন-শৃঙ্খলা রক্ষা ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করায় দ্বিতীয় স্থান অর্জন করে সম্মাননা স্মারক পেলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।
তিনি বগুড়া জেলার বারোটি থানার মধ্যে দ্বিতীয় স্থান অর্জনের সম্মাননা স্মারক পেয়েছেন। গতকাল বুধবার দুপুরে বগুড়া জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করেন।
সম্মাননা স্মারক প্রদান করার সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার, পিপিএম, (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুর রশিদ, (ট্রাফিক) হেলেনা আকতার, সদর সার্কেল শরাফত ইসলামসহ বগুড়া জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারক অর্জন বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, জেলা পুলিশের মাসিক সভায় সাফল্য অর্জন করা যে কোনো থানার অফিসার ইনচার্জের জন্য অবশ্যই আনন্দ ও গর্বের বিষয়। এজন্য আমি বগুড়া জেলা পুলিশ সুপার মহোদয় জনাব সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম, পিপিএম স্যারের প্রতি আমার বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এমন সাফল্যের জন্য আমার থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।