পৃথক অভিযানে ভোলা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য ও রাজধানীর খিলগাঁও থেকে উগ্রবাদী মতবাদ প্রচারকারী এক সংগঠককে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।গ্রেফতারকৃতরা হলেন-মো. সরোয়ার হোসেন (২৫) ও মোজাহিদ মিয়া (১৮)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভোলা জেলার সদর থানাধীন হাসপাতাল রোড থেকে শুক্রবার ভোরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য মো. সরোয়ার হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। সরোয়ার হোসেন ও তার সহযোগীরা অনলাইন প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও উগ্রবাদী প্রচারণা চালিয়ে আসছিলেন। তার কাছ থেকে উগ্রবাদী বেশ কিছু ডকুমেন্টস, পুস্তিকা এবং মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
অপর অভিযানে রাজধানীর খিলগাঁও থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সোয়া ৯টার দিকে মোজাহিদ মিয়া (১৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।তিনি অনলাইন ও অফলাইনে নানা মাধ্যম ব্যবহার করে উগ্রবাদী সংগঠক হিসেবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাদের উগ্রবাদী মতবাদ প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য উস্কানি প্রদান ও প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি সম্বলিত পোস্ট প্রচার করে আসছিলেন।দুজনের বিরুদ্ধেই পৃথক মামলা দায়ের করা হয়েছে।