দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ১৮ ঘণ্টা পরও থেমে থেমে জ্বলছে আগুন। মহানগর মার্কেট ও পেছনের একটি ভবনে হালকা আকারে আগুন জ্বলতে দেখা গেছে।
অন্যদিকে আগুন থেকে রক্ষা পাওয়া মালামাল সরাতে অক্লান্ত পরিশ্রম করছেন ব্যবসায়ী ও সহযোগীরা।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঘুরে দেখা গেছে, বঙ্গবাজারের পূর্ব দিকের অংশের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নিভাতে পারেনি ফায়ার সার্ভিস।
মহানগর মার্কেটের দক্ষিণে ও এনেক্সকো মার্কেটের পূর্ব দিকের অংশের আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। এসময় তাদের সঙ্গে স্বেচ্ছাসেবকরাও রয়েছেন।
এনেক্সকো ভবনের ওপরে এখনো ব্যবসায়ীরা রয়েছেন। তারা তাদের দোকানে রয়ে যাওয়া মালামাল বস্তাবন্দি করে নিচে ফেলছেন। নিচ থেকে ভ্যানে করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী ও তাদের সহযোগীরা। ইসলামিয়া মার্কেটের দিকে ছিন্নমূল মানুষকে ভালো কাপড় খুঁজতে দেখা যায়। চারদিকে এখনো উৎসুক জনতার ভিড় রয়েছে। সুত্র: বানি