ময়মনসিংহের গৌরীপুরে ৬ নং বোকাইনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মামুদ নগর গ্রামের বাসিন্দা হরমুজ আলীর চলতি মাসের ২৬ তারিখে দশম মৃত্যু বার্ষিকী।
জানা গেছে, ২০১৩ সালের ২৬ মার্চ হরমুজ আলী কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। তিনি বোকাইনগর ইউনিয়নের মামুদনগর (২ নং) ওয়ার্ড আওয়ামীলীগের পর পর তিনবার সভাপতি থাকাবস্থায় এই হামলার শিকার হন। এখন পর্যন্ত তার পরিবার এ হত্যা মামলার সুবিচার পায়নি। অভিভাবক হারানোর শোক আজও হৃদয়ে বয়ে বেড়াচ্ছেন। ঘরোয়া পরিবেশে তার পরিবারবর্গ মৃত্যু বার্ষিকী পালনের কথা ব্যক্ত করেন।
আওয়ামীলীগ নেতা মরহুম হরমুজ আলীর মেয়ে পরশমনি জানান, তার দাদা মরহুম নমুজ খা ছিলেন অত্র বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের একজন
প্রবীণ নেতা। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে রিলিফ কমিটির মেম্বার ছিলেন। তারই আদর্শে তার বাবা হরমুজ আলীও সারাটি জীবন আওয়ামী আদর্শকে বুকে ধারন করে গেছেন। পরশমনিও তাদের আদর্শ অনুসরণ করে বেঁচে থাকতে চান। তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামী সকল কর্মকান্ডে সক্রিয় থাকার কারনে তিনি গৌরীপুর উপজেলা ছাত্রলাীগের ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন। গৌরীপুর সরকারী কলেজে( অনার্স ) প্রথম বর্ষে অধ্যায়নকালীন সময়ে ময়মনসিংহের দৈনিক নবকল্যাণ পত্রিকা কর্মরত ছিলেন এবং অন-লাইন সময়বিডি ডটকম পত্রিকার মহিলা প্রতিনিধি হিসেবে সম্প্রতি দায়িত্ব পালন করছেন।
আর্ত মানবতার সেবায় তিনি তার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রাজনৈতিক মহলসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন পরশমনি।