কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে নগরীর প্বার্শবর্তী শাসনগাছা-চম্পকনগর এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ৭”৬৫ পিস্তল,দুটি ম্যাগজিন,৮ রাউন্ড গুলিসহ রিয়াদ ও শামীম নামে দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করে।
সোমবার ৯ জানুয়ারি গভীর রাতে শাসনগাছা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশী পিস্তল গুলিসহ দুজনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন।
গ্রেফতারকৃত আসামি আলী হাসান রিয়াদ (২৯) আদর্শ সদর উপজেলার শিমপুর এলাকার মফিজুল ইসলামের ছেলে ও মো. শামীম (২৮) জেলার চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের আলী আহমেদের ছেলে।
কুমিল্লা ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাজেশ বড়ুয়া নাগরিক খবরকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই সন্ত্রাসীর উপর গোয়েন্দা নজরদারি করা হয়। ডিবির এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ রোববার রাতে প্রথমে সন্ত্রাসী হাসানকে শাসনগাছা থেকে গ্রেফতার করে তার দেয়া তথ্যের ভিত্তিতে শাসনগাছা কপি হাউজ-২ এন্ড রেস্টুরেন্ট থেকে সন্ত্রাসী মোঃ শামীমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরতলীর চম্পকনগর এলাকার ভাড়া বাসা থেকে পিস্তল,ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। ধৃত আসামিদেরকে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।