কসবা পৌর এলাকার তালতলা গ্রামের প্রাক্তন চেয়ারম্যান মরহুম ফজলুর রহমানের ছেলে অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি এডজ্যুটেন্ট ও বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান (৭০) গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকার করেন। এই মৃত্যুর খবর শুনে তাঁর সহধর্মিনী নিলোফা বেগম জুঁই (৬১) তাৎক্ষনিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে এ দম্পতি ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ আছর তালতলা কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গনে তাদের জানাযা শেষে বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমানকে রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাদের মৃত্যুতে এলাকার বিশিষ্ট ব্যক্তিগন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।