নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ানকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া বাজারের চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাইফুল শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানের সাথে একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় রেজোয়ান দিঘলিয়া বাজারের চৌরাস্তায় মুকুলের চায়ের দোকানে যান। দোকান থেকে বের হয়ে ফকিরের বাড়ির সামনে পৌঁছালে সোহেল খানসহ সাত-আটজনের একদল যুবক মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে রেজোয়ানের হাত-পা-সহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
এলাকাবাসী তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠান। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজোয়ানকে মৃত ঘোষণা করেন