1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের বাজিতপুর সাবরেজিস্টার অফিসের বেহাল দশা

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ বার পঠিত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসটি ১৯১৮ সনে স্থাপিত হলেও ভাড়ারত অবস্থায় এই অফিসটি বেহাল পড়ে রয়েছে।

সরকারি উদ্যোগের অভাবে এই অফিসটির নিজস্ব ভবন এখনও পর্যন্ত হয়নি। যদিও বাজিতপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক আওতাধীন নিকলী, কুলিয়ারচর, অষ্ট্রগ্রাম, মিঠামইন ও ইটনা অফিসগুলো নিজস্ব ভবন হয়ে গেছে। ৫ উপজেলা বাজিতপুর সাব-রেজিস্ট্রি অফিসের আওতাধীন ছিল।

এই উপজেলা পৌর শহর সহ ১১টি ইউনিয়ন নিয়ে পৌনে ৩ লক্ষ মানুষের বসবাস কিন্তু এই অফিসের কোন উন্নয়ন হয়নি। সরকারি ভাবে প্রতি বৎসর সরকার এখান থেকে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব পাচ্ছেন। বছরে ৫ হাজার থেকে ৬ হাজার দলিল রেজিস্ট্রি হয়ে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক আগত সেবাগ্রহীতা জানান, অফিসের ভিতরে ও বাহিরে নাজুক পরিবেশ রয়েছে। এই পরিবেশে দলিল করতে এসে তাদের মরার উপর খারার ঘাঁ হয়ে যাচ্ছে বলে অনেকেই মন্তব্য করেন।

বাজিতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মাহাবুব হোসেন গতকাল দুপুরে এই প্রতিবেদককে বলেন, অফিসের অবস্থা খুব একটা ভালো নয়। তবে মন্ত্রণালয়ে এই অফিসের নিজস্ব ভবনের কাজ করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com