বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নে অন্তর্গত তালশন গ্রামের নয়ন হোসেনের দুইটি পুকুরে আজ সকাল সাড়ে দশ ঘটিকার সময় উপজেলা মৎস্য কর্মকর্তার অভিযানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা নিধন করা হয়েছে।
জানা গেছে, আজ ১১ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের তালশন গ্রামের নয়ন হোসেনের দুইটি পুকুরে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা বিষ প্রয়োগ করে নিধন করা হয়েছে। পোনা নিধন অভিযানে নেতৃত্ব দিয়েছেন আদমদীঘি উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সুজয় পাল। নয়ন হোসেন (৩৭) তালশন গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদিঘী উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সুজয় পাল বলেন, আজ সকাল সাড়ে দশ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের তালশন গ্রামের নয়ন হোসেনের দুইটি পুকুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের চাষ করা হয়েছে। তৎক্ষনাৎ আদমদীঘি থানা অফিসার ইনচার্জ জনাব রেজাউল করিম রেজার সহায়তায় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করে উক্ত পুকুর দুটিতে প্রায় দুই লক্ষাধিক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা বিষ প্রয়োগ করে নিধন করা হয়েছে।