গাইবান্ধায় আদালতের হাজত খানায় হঠাৎ অসুস্থ্য হয়ে তাহের মাহমুদ নামে এক আসামীর মৃত্যু হয়েছে।
২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে গাইবান্ধা আদালতের হাজত খানায় অসুস্থ্য হয়ে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি জেলার সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের তমিজ উদ্দিন প্রধানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জেলার সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের তমিজ উদ্দিন প্রধানের ছেলে তাহের মাহমুদ (৫৫) সহ চার আসামীকে পারিবারিক মারামারি সংক্রান্ত ২০১৪ সালের একটি মামলায় গতকাল রাত ২টার দিকে গ্রেফতার করে সাঘাটা থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করার পর আদালতের হাজত খানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিবার এবং পুলিশ বলছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
তাহের মাহমুদের মৃত্যুর বিষয়টি গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান নাগরিক খবরকে নিশ্চিত করেছেন।