কুমিল্লা মহানগরীর বজ্রপুরে রাজিব হত্যা মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে বুধবার দুপুরে নগরীর বজ্রপুর চৌমুহনীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে নিহত রাজীবের মা লিখিত বক্তব্যে জানান, তার ছেলে রাজীব হত্যা মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করে ও হত্যা মামলাকে ভিন্নখাতে নিতে আসামির লোকজন মামলার বাদী ও স্বাক্ষীদেরকে হয়রানি করার অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত রাজিবের বাবা মোঃ শাহিন মিয়া, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সংগ্রামী সদস্য ও দাফন ওরা ৯ জন টিমের প্রতিষ্ঠাতা সভাপতি রোকন উদ্দিন রোকন. বাবর মিয়া,তানজিন মিয়া,ওয়াজিব ইসলাম জাবেদ, তরিকুল ইসলাম রবি, মো: সুমন মিয়া, রিয়াদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য চলতি বছরের ১৫ আগস্ট সন্ধ্যার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বজ্রপুরে সেনেটারী মিস্ত্রি রাজিবকে ছুরিকাঘাত করে হত্যা করে স্থানীয় গ্যাং বাহিনীর সদস্যরা, এ ঘটনায় রাজিবের মা রহিমা বেগম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ১০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। রাজীব হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (অপারেশন) আরিফুল ইসলাম হত্যা মামলার ১০ আসামির সবাইকে গ্রেফতার করতে সফলতা লাভ করেন। হত্যা মামলার সকল আসামিকে গ্রেফতার করার ঘটনা খুবই কম দেখা যায়।কোতয়ালী মডেল থানা পুলিশের প্রতি যতেস্ট আস্থা ভরসা রাখেন এ এলাকার সাধারন মানুষ।