ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দিনভর ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। নাড়ির টানে বাড়ি ফেরা এসব যাত্রীদেরকে নিরাপত্তা দিতে কমলাপুর স্টেশনে কাজ করছেন নিরাপত্তা বাহিনীর পাঁচশোর অধিক সদস্য। রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ, র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এসবি, আনসার ছাড়াও বিভিন্ন বাহিনীর সদস্যরা যাত্রীদের সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছেন। শুক্রবার (৮ জুলাই) রাতে নাগরিক খবরকে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
তিনি বলেন, নিরাপত্তা দেওয়ার দিতে শুরু থেকেই সব ধরনের ব্যবস্থা নিয়েছি। রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে জড়িত রয়েছেন।
মাসুদ সারওয়ার বলেন, ১ থেকে ৬ জুলাই পর্যন্ত যারা টিকিট পেয়েছেন তাদের যাত্রাটা যেন নিরাপদ হয় সেজন্য টিকিট চেক করে প্লাটফর্মে প্রবেশ করোনো হয়েছিল। নিরাপত্তা বেশ ভালো ছিল। কিন্তু গতকাল যাত্রীদের জনস্রোতের কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে।
তিনি বলেন, আজ ও আগামীকাল যাত্রীরা যেন ভালোভাবে যেতে পারেন, তার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা বজায় থাকবে। জানি