1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

বিএম ডিপোর ধ্বংসস্তূপ থেকে হাড়গোড় উদ্ধার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৩৩ বার পঠিত

সীতাকু‌ন্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিএম ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও মানুষের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ জুলাই) বিকেলে বিএম ডিপোর ক্ষতিগ্রস্ত শেড থেকে মানুষের মাথার খুলিসহ কিছু হাড়গোড় উদ্ধার করা হয়। পুলিশ বলছে, উদ্ধার হওয়া হাড়গোড় এক ব্যক্তির মনে করে সুরতহাল করা হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক নাড়‌রিক খবর‌কে বলেন, বিএম ডিপো কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ডিপোর মেরামত কাজ শুরু করেছে। সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত শেডে কাজ করতে গিয়ে এক জায়গায় কিছু হাড়গোড় ও খুলির অংশ বিশেষ দেখে আমাদের খবর দেয়। আমরা গিয়ে হাড়গোড়গুলো উদ্ধার করেছি।

তিনি বলেন, আমাদের মনে হয়েছে এগুলো এক ব্যক্তির হাতগোড় হতে পারে। সে কারণে আমরা সুরতহাল করেছি। ময়নাতদন্ত এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য এসব হাড়গোড় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ নিয়ে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। নিহত ৫০ জনের মধ্যে ৩০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। শনাক্ত সবার মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে এখনো ২০ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com