সিলেট জেলার ৮১ কিলোমিটার সীমান্ত এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য ও চিকিৎসা সেবা দিচ্ছে সিলেট বিজিবি।
৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বিজিবি সদস্যরা বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন।
শনি ও রোববার সিলেটের কোম্পানীগঞ্জ থানার বিছনাকান্দি, দমদমিয়া এবং গোয়াইনঘাট থানার প্রতাপপুর সীমান্ত এলাকায় তারা ত্রাণ বিতরণ, বন্যায় আটকে পড়াদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিয়েছেন।
এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, বৈরী আবহাওয়ার মাঝে ঝুঁকি নিয়ে সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে বিজিবি সদস্যদের নিয়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আটকে পড়াদের উদ্ধার ও বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।