কুমিল্লা সিটি নির্বাচনকে ঘিরে দুই হাজারেরও বেশি পুলিশ, এপিবিএন, আরএনএফ, গোয়েন্দা সদস্যরা কাজ করছেন। কুমিল্লার ইতিহাসে এটিই প্রথম সর্ব্বোচ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
কুমিল্লার অতি:পুলিশ সুপার এম তানভীর আহমেদ নাগরিক খবরকে জানান, ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে সবকিছু বন্ধ হয়ে যাওয়ার পর থেকে জেলা পুলিশের স্পেশাল প্ল্যানিংয়ে কাজ শুরু হবে। বহিরাগতদের নির্বাচনী এলাকায় ঢুকতে দেওয়া হবে না। তাদের প্রবেশ ঠেকাতে নগরীর প্রবেশপথে চেকপোস্ট, গোয়েন্দা নজরদারিসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৫ জুন কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সিটিতে এবার ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন।