চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. মঈনুদ্দিন (৩০) নামে এক যুবককে খুনের ঘটনায় প্রধান আসামি কিশোর গ্যাংয়ের প্রধান আবু আহমেদ বাবু ওরফে পিস্তল বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত থেকে সিএমপির একটি টিম তাকে গ্রেফতার করেছে।
পিস্তল বাবু দেশ ছেড়ে ভারতে পালাতে চেয়েছিলেন বলে অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এ বিষয়ে রবিবার (১২ জুন) বেলা ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সিএমপি কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির।
বৃহস্পতিবার (৯ জুন) ভোরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার কাজির দেউড়ি এলাকায় ছুরিকাঘাতে মো. মঈনুদ্দিন (৩০) নামে এক যুবককে খুন করা হয়। চট্টগ্রাম বাণিজ্য মেলায় স্টল বসানোকে ঘিরে সৃষ্ট তর্কে খুন করা হয় মঈনুদ্দিনকে। নিহত যুবক চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে। একই ঘটনায় মো. মোবারক (২৭) নামে আরেক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।