কুমিল্লায় র্যাবের পৃথক তিনটি অভিযানে কোতয়ালী থানা ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ১২১ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১১ সিপিসি ২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১,সিপিসি- ২ এর একটি আভিযানিক দল ০৯ জুন ২০২২ইং তারিখ সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ^রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা
করে। উক্ত অভিযানে ৮৭ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা বুড়িচং থানার নাজিরা বাজার ঘোষনগর (উত্তর পাড়া) গ্রামের মৃত মোহাম্মদ হোসেন এর ছেলে মোঃ ফরহাদ হোসেন(৩২)।
পৃথক আরেকটি অভিযানে ১০ জুন ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কাপ্তান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার বুড়িচং থানার পূর্ব খোদাই ধুলি গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে
মোঃ জামাল হোসেন(২৫)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মটর সাইকেলটিও জব্দ করা হয়।
অপর অভিযানে ১০ জুন ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্রোবড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানা ভান্ডার খন্ড গ্রামের মনির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হালিম(৩০) ও কুমিল্লা কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর গ্রামের হারুন খানের ছেলে মোঃ জুয়েল রানা(২৭)। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।