নিত্য প্রয়োজনীয় পন্যের উর্ধ্বগতি রোধকল্পে চলতি মাস থেকে সরকার দেশে পাঁচ কোটি মানুষকে পারিবারিক সুরক্ষা কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি।
গতকাল বুধবার দুপুরে তিনি রংপুর পর্যটন মোটেলের হলরুমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে এবং রংপুর বিভাগীয় প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ণ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ মোকাব্বির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্দ্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ ,পুলিশে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ এবং রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান ।
পরে গ্রুপ ডিসকাসনে অংশ গ্রহণ করেন রংপুর জেলার পক্ষে উপ-পুলিশকমিশনার মহিদুল ইসলাম, লালমনিরহাট জেলার জেলা প্রশাসক আবু জাফর আব্দুল্লাহ, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুলইসলাম, কুড়িগ্রামের এসপি সৈয়দা জান্নাত আরা, ঠুকুরগাও এসপি জাহাঙ্গীর হোসেন, দিনাজপুরের স্থানীয় সরকারি বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম, নীলফামারীর এসপি মোখলেছুর রহমান, গাইবান্ধার জেলার পক্ষে মাদক দ্রব্য উপ পরিচালক সহিদুলমান্নান।