কুমিল্লায় র্যাবের পৃথক দুইটি অভিযানে সদর দক্ষিন ও কোতয়ালী মডেল থানা এলাকা হতে ৩৮ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেন্সিডিল ও ৮ বোতল বিদেশীমদসহ দুইজন মাদক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১,সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৪ মে সন্ধায় কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২০ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেন্সিডিল, ৮ বোতল বিদেশীমদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার মজুমদার বাড়ী, কুড়িয়া পাড়া গ্রামের মোঃ আব্দুল জলিল এর ছেলে ওয়াসিম একরাম(২৪)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
পৃথক আরেকটি অভিযানে১৫ মে সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আনন্দপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আলী আশ্রাফ এর ছেলে মোঃ ইদ্রিস আলী(৩৭)। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।