1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার ঘাতক গ্রেফতার ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন কু‌মিল্লা সদর দ‌ক্ষিণে স্কুল ফেরার প‌থে শিশু‌কে ধর্ষণের পর হত্যা ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন

পদ্মায় ঘূ‌র্ণিঝ‌ড়ে আটকা ৩০ পর্যটক‌কে উদ্ধার ক‌রে নৌ পুলিশ

মু‌ন্সিগঞ্জ সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৯৭ বার পঠিত

পদ্মা সেতু দেখতে এসে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ঝড়-বৃষ্টির মধ্যে মাঝ পদ্মায় আটকা পরে প্রায় ৩০ পর্যটক। ট্রলার বিকল হয়ে যাওয়ায় টানা ৩ ঘন্টা আটকে থাকার পরে মাওয়া নৌ পুলিশ তাদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল থেকে পরিবার পরিজন নিয়ে প্রায় ৩০ জন পর্যটক ট্রলার যোগে ঘুরতে আসে মাওয়া পদ্মা সেতু দেখতে। পরে হঠাৎ তাদের ট্রলারটি নষ্ট হয়ে যায়। ফলে টানা ২/৩ ঘন্টা চেষ্টা চালিয়েও ট্রলারটি সচল করতে সক্ষম হয়নি। সন্ধ্যা ৬টার দিকে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে পদ্মা উত্তাল হওয়ায় লঞ্চ ও স্পিডবোট বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এ সময় ওই পর্যটকগুলো পদ্মা সেতু সংলগ্ন মাঝ পদ্মায় অসহায়ের মতো আটকা পড়ে ছিলেন। ৯৯৯ কল করলে, এ ঘটনার খবর পেয়ে মাওয়া নৌ-পুলিশ ঘটনা স্থলে ছুটে যায়। এবং তাদের রাতে উদ্ধার করে। সে সাথে রাতে বৈরী আবহাওয়ার কারণে তাদের নৌ পুলিশ ফাঁড়িতে আশ্রয় দেন। বুধবার সকালে তারা পরিবার পরিজন নিয়ে গন্তব্যে ফিরে যায়।

এ বিষয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবু তাহের মিয়া নাগ‌রিক খবর‌কে জানান, টঙ্গীবাড়ি থেকে পদ্মা সেতু দেখতে আশা প্রায় ৩০ জন পর্যটক আটকা পরে। আমরা তাদের উদ্ধার করি। এবং রাতে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ঝড় ও বৃষ্টি হয় তাই তাদের রাতে নৌপুলিশ ফাঁড়িতে আশ্রয় দিয়েছি। আজ (গতকাল বুধবার) সকালে তারা তাদের গন্তব্য স্থলে ফিরে যায়।
পর্যটকেরা জানান, এ ঋণশোধ করবার নয়। নৌপুলিশ আমাদের ৩০টি প্রাণ বাঁচিয়েছে। আমরা মাঝ পদ্মায় ৩ ঘন্টার মতো আটকা পড়ে ছিলাম। ঝড়বৃষ্টি হচ্ছিলো প্রচন্ড ঢেউও ছিলো। একমাত্র আল্লাহর রহমতে নৌপুলিশ এসে আমাদের উদ্ধার করেছে। এবং রাতে আমাদের আশ্রয় দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com