অবৈধভাবে ভোজ্যতেল মজুতের সন্ধানে সারাদেশে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মঙ্গলবার (১০ মে) দিনগত রাত থেকে বুধবার (১১ মে) রাত ১০টা পর্যন্ত সোয়া লাখ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে সংস্থাটি। এর মধ্যে রংপুরে দুই গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৬১ হাজার লিটার ভোজ্যতেল মজুত পাওয়া গেছে।
অনেক জায়গায় নির্ধারিত দামে সাধারণ মানুষের মাঝে এ তেল বিক্রি করে দেওয়া হয়। পাশাপাশি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের জরিমানা করে ভোক্তা অধিকার। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
রাজধানী ঢাকা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১২ হাজার লিটারের বেশি ভোজ্যতেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ওই তেল সাধারণ ক্রেতাদের মধ্যে আগের দামে বিক্রি করা হয়।
টাঙ্গাইলের নাগরপুরে ২০ হাজার লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায়,
জে পাল কোম্পানির গোডাউনে ১৬০০ লিটার সয়াবিন ও ৯১০০ লিটার পামঅয়েল এবং এসএস ট্রেডার্সের গোডাউনে ১৩ হাজার লিটার সয়াবিন ও ৩৭ হাজার লিটার পামঅয়েলহ প্রায় ৬১ হাজার লিটার তেল মজুত পাওয়া যায়।