হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার ও দুটি যানবাহন আটক করা করেছে র্যাব। মঙ্গলবার (১০ মে) রাতে ও দুপুরে এ অভিযান চালায় র্যাব-৭ এর দুটি টিম।
গ্রেফতাররা হলেন কক্সবাজারের টেকনাফ থানার খারাংখালী এলাকার মৃত মোহাম্মদ শরীফের ছেলে মো. আজিজুল হক (২৭), উনচিপ্রাং এলাকার মৃত ইদ্রিসের ছেলে মো. মেহেদী হাসান তানভীর (২৫) ও চকরিয়া থানার বাগানপাড়া গ্রামের মো. আবদুল মতলবের ছেলে মো. রফিকুল ইসলাম (২৭)।
এদের মধ্যে আজিজ ও তানভীরকে ১৭ হাজার ইয়াবাসহ অক্সিজেন-হাটহাজারী সড়কের নতুনপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত মিনিট্র্র্র্রাকটি জব্দ করা হয়েছে।
অন্যদিকে রফিককে ছয় হাজার ইয়াবাসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোলপ্লাজার সামনে থেকে গ্রেফতার করা হয়। এসময় একটি বাস জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে হাটহাজারী ও কর্ণফুলী থানায় পৃথক মামলা হয়েছে এবং বুধবার (১১ মে) দুপুরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর নতুনপাড়া ও কর্ণফুলীর শাহ আমানত সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযানে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৩ হাজার ইয়াবা উদ্ধারসহ এসব ইয়াবা বহনে ব্যবহৃত মিনিট্রাক ও বাস জব্দ করা হয়।
তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।