রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতাররা হলো মো. আনছার, মো. রাজীব হাওলাদার, মো. মাঈন উদ্দিন, মো. জুলহাস, ইয়াসীন মিয়া ও মো. সেলিম। এসময় তাদের কাছ থেকে ছয়টি চাকু জব্দ করা হয়।
শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল আল মুজাহিদ এসব তথ্য জানান।
তিনি বলেন, কিছু লোক কোতোয়ালি থানার ওয়াইজঘাটের বিনাস্মৃতি স্নানঘাটের পাশে অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আনছার, রাজীব, মাঈন, জুলহাস, ইয়াসীন ও সেলিমকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের টার্গেট করে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল তারা।
তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।