কুমিল্লায় র্যাবের পৃথক দুইটি অভিযানে চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ থানা এলাকা থেকে মদ,বিয়ার, গাঁজা ও তলোয়ারসহ তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নাগরিক খবরকে নিশ্চিত করে র্যাব ১১ সিপিসি ২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল আজ ৩০ এপ্রিল জেলার চৌদ্দগ্রাম থানার বিজয়পুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ বোতল বিদেশীমদ,৮ বোতল বিয়ার ও দেশীয় অস্ত্র ২টি তলোয়ারসহ একজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিজয়পুর গ্রামের মোঃ
জসিম উদ্দিনের ছেলে শারুখ খান(২৬)।
পৃথক আরও একটি অভিযানে একই সময়ে সদর দক্ষিণ মডেল থানার শ্রীমন্তপুর এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও ৯ বোতল বিদেশীমদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ঝোলাই জাম্বুরা গ্রামের মোঃ মাসুক
মিয়ার ছেলে মোঃ সাব্বির হেসেন(২৪) এবং একই গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ রাজিব(২৪)। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।