বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের সচিব হলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দপ্তরে গিয়ে যোগদান সম্পন্ন করেন।
জানা গেছে, শাহজাহান আলম সাজু এর আগে আরও চার মেয়াদে ১২ বছর এ পদে থেকে দায়িত্ব পালন করেন। তিনি কল্যাণ ট্রাস্টের সচিব হিসেবে দায়িত্ব পালনকালীন কল্যাণ ট্রাস্ট্রের সংস্কার করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যাণ ট্রাস্টের ডিজিটাল সেবা কার্যক্রম উদ্বোধন করেন। অনলাইন ব্যবস্থায় শিক্ষক কর্মচারীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি’র মাধ্যমে কল্যাণ সুবিধা দেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট অনলাইন ব্যবস্থায় শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার আবেদন গ্রহণ ও তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি’র মাধ্যমে কল্যাণ সুবিধা পাঠানো হয়ে থাকে।
তার দায়িত্ব গ্রহণের আগে ১৮ বছরে কল্যাণ সুবিধা দেওয়া হয়েছে ২৭৯ কোটি টাকা অথচ তিনি দায়িত্বগ্রহণের পর চার মেয়াদে গত ১২ বছরে অবসরপ্রাপ্ত ১ লাখ ৩৪ হাজার ৭০২ জন শিক্ষক কর্মচারীদের মধ্যে প্রায় ৩ হাজার ৩৫২ কোটি টাকার রেকর্ড পরিমাণ কল্যাণ সুবিধার অর্থ দেন।
মো. শাহজাহান আলম সাজু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব হিসেবে টানা পঞ্চমবারের মতো নিযুক্ত হলেন। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে।