ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থা ডব্লিউএসআইএস (ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি) পুরস্কার প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন’ উদ্যোগের একটি হিসেবে মনোনীত হয়েছে। রোববার (২৪ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডব্লিউএসআইএস পুরস্কার প্রতিযোগিতায় ভূমিকর ব্যবস্থা ‘তথ্য-প্রযুক্তির প্রয়োগ: জীবনের সকল ক্ষেত্রে কল্যাণে ই-সরকার’ শীর্ষক ৭ নম্বর শ্রেণিতে নির্বাচিত পাঁচটি ‘চ্যাম্পিয়ন’ উদ্যোগের একটি হিসেবে মনোনীত হয়েছে।
প্রতিযোগিতায় ১৮টি ক্যাটাগরির প্রতিটিতে চার কিংবা পাঁচটি করে প্রকল্প বা উদ্যোগকে ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়েছে। এই ১৮টি ক্যাটাগরির ‘চ্যাম্পিয়ন’ উদ্যোগগুলোর মধ্যে থেকে প্রতিটি ক্যাটাগরিতে একটি সেরা উদ্যোগকে আগামী মে মাসের শেষ সপ্তাহে ‘ডব্লিউএসআইএস পুরস্কার ২০২২’ এর চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করার কথা রয়েছে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেন। পরে গত ৫ জানুয়ারি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ১৬১২২ নম্বরে কল করেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সেবা কার্যক্রম উদ্বোধন করেন।