কুমিল্লায় র্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা সদর উপজেলার জালুয়াপাড়া এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও একই থানার আড়াইওড়া এলাকা থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৮ এপ্রিল রাতে সদরের জালুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পিকআপের ভিতর অভিনব কায়দায় বিশেষ বক্স তৈরি করে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সদরের জালুয়াপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ জুম্মন হোসেন(২৭)। উক্ত অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
পৃথক আরেকটি অভিযানে ১৮ এপ্রিল রাতে সদরের আড়াইওড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৩০০পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সদরের গাজীপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে মোঃ মোহন মিয়া(৩০)। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।