এতিম অসহায় ও দুস্থ শিশুদের নিয়ে ইফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১৭ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলায় র্যাব ফোর্সেসের সদরদপ্তরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, সিয়াম সাধনার মাধ্যমে রমজানে আমরা ক্ষুধার্ত ও অসহায় মানুষের কষ্ট বুঝতে চেষ্টা করি। প্রত্যেকের উচিত রমজানে সিয়াম সাধনার পাশাপাশি দুস্থ ও এতিম শিশু, অসহায়, দরিদ্র ও ক্ষুধার্তদেরকে সহায়তার মাধ্যমে তাদের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করা।
র্যাব ডিজি বলেন, ‘মহান আল্লাহর অনুগ্রহ পেতে গুরুত্বের সঙ্গে রোজা পালন করতে হবে। পাশাপাশি নামাজ আদায়, অসহায়, দুস্থদের পাশে দাঁড়ানো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল কে এম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল মো. মশিউর রহমান, অতিরিক্ত পরিচালক মেজর রইসুল আজম, সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম আল ইমরান, সিনিয়র এএসপি আল আমিনসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানি