কুমিল্লা নগরীর টাউন হল গেটে রিকশায় বসে ভিক্ষা করেন শারীরিক প্রতিবন্ধী সোলেমান মিয়া। ভিক্ষার টাকা দিয়ে শখের বসে ১৩ হাজার টাকায় কিনেছিলেন একটি স্মার্টফোন।
প্রতিদিনের ন্যায় শনিবার ৯ এপ্রিল বিকেলে ভিক্ষা করার সময় তার নিকট থাকা ফোনটি ছিনতাই করে পালিয়ে যায় এক যুবক ম । এ সময় ভিক্ষুক সোলেমান চিৎকার শুরু করলে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য নুর উদ্দিন এগিয়ে আসেন। পরে থানা পুলিশের সহযোগিতায় ভিক্ষুকের ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ছিনতাইকারীকে।
ভিক্ষুকের মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।
পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ভিক্ষুক সোলায়মান মিয়া।