হোটেলের নাম নিউ পদ্মা ইন্টারন্যাশনাল। রাজধানীর ভাটারায় অবস্থিত। এটি একটি আবাসিক হোটেল। কিন্তু এখানে দীর্ঘদিন ধরে চলে আসছিল ইয়াবা ব্যবসা।
গোপন সংবাদের ভিত্তিতে হোটেলে অভিযান চালিয়ে প্রথমে দুজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই চক্রের আরও তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে ভাটারা থেকে একজন, নিকুঞ্জ থেকে একজন ও কাফরুল থেকে একজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে জব্দ করা হয় ১১ হাজার ৩০০ পিস ইয়াবা। যার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ টাকা।
আটকরা হলেন- হোটেল মালিক রইস উদ্দিন রবি (৪৩), হোটেল ম্যানেজার মো. আলম ওরফে রনি (৪০) এবং তাদের তিন সহযোগী মো. হানিফ মোল্লা (৩৬), মোসা. শাহিদা বেগম (৪৫) ও মোছা রিমিয়ারা খাতুন (৩০)। এই পাঁচজন ছাড়া আটক করা হয় আরেকজনকে। তার নাম জানা যায়নি।
শনিবার (৯ এপ্রিল) ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলনে, প্রথমে শুক্রবার রাতে হোটেলটিতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ হোটেল মালিক ও ম্যানেজারকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রাজধানীর নিকুঞ্জ, কাফরুল ও ভাটারা থেকে আটক করা হয় বাকি তিনজনকে। এই তিনজনের কাছ থেকে ১১ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটকরা জিজ্ঞাসাবাদে জানান, তারা দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এ হোটেলে আনে। এরপর সেখান থেকে রাজধানীর বিভিন্ন ডিলার ও খুচরা মাদক কারবারির কাছে বিক্রি করা হতো।