কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি টিম সদর দক্ষিণ থানাধীন জোড়কানন এলাকা থেকে ৫০৫ বোতল ফেন্সিডিলসহ সম্রাট মাদক ব্যবসায়ী মোঃ আবুল
বাশার(৪০) নামের একজনকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১,সিপিসি -২ এর একটি আভিযানিক দল ৯ এপ্রিল সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০৯ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে
সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার জগপুর পাড়া গ্রামের মৃত
আব্দুল মতিন চৌধুরী এর ছেলে মোঃ আবুল বাশার(৪০)।
। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ
কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। থানার
রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে চারটি মাদক মামলা, একটি চুরি মামলা এবং একটি দ্রæত বিচার আইনের
মামলাসহ সর্বমোট ছয়টি মামলা রয়েছে।
এছাড়াও উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।