কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাবের গুলিবিনিময়ের ঘটনায় র্যাবের এক গোয়েন্দা সদস্য রুবেল ও তিনজন মাদক ব্যবসায়ি গুলিবিদ্ধ হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ গুলিবিনিময়ের ঘটে। র্যাব-১১ সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মাদকের বড় একটি চালান ধরতে নালবাগে র্যাব সদস্যরা হাজির হয়। এ সময় র্যাবকে উদ্দেশ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে গুলি চালালে এক র্যাব সদস্য ও তিনজন মাদক ব্যবসায়ি গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ তিন মাদক ব্যবসায়িকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া গুলিবিদ্ধ র্যাবের গোয়েন্দা সদস্য রুবেলের অবস্থা গুরুতর হওয়ার তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত আসছে–