০৩ টি চোরাই গাড়িসহ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের অন্যতম মূলহোতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ তারেকুল ইসলাম অলি। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ০২ টি প্রাইভেট কার ও ০১ টি নোয়া মাইক্রোবাস উদ্ধারমূলে জব্দ করা হয়।
গত ১ এপ্রিল হবিগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম বলেন, গত বছর কাফরুল থানা এলাকা হতে একটি প্রাইভেট কার চুরি হয়। এ সংক্রান্তে কাফরুল থানায় প্রাইভেট কারটির মালিক নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এরপর মামলাটির তদন্তকালে চুরি হয়ে যাওয়া প্রাইভেট কারটিসহ মোট ০৮ টি প্রাইভেট কার ও মাইক্রোবাস উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় এই চোর চক্রের ৪ সদস্যকে।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের অন্যতম মূলহোতা তারেকুল ইসলাম অলির সম্পৃক্ততা পাওয়া যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর গত ০১ এপ্রিল ২০২২ হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে উদ্ধারকৃত ০৩ টি চোরাই গাড়িসহ অলিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে ঘটনার সাথে সম্পৃক্তার বিষয়টি স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।