সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় টাকার অভাবে বই কিনতে না পারা এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান। একাদশ ও দ্বাদশ শ্রেণির বই কিনে রোববার (৩ এপ্রিল) দুপুরে তাজরীন আক্তার নামে ওই শিক্ষার্থীর বাড়িতে উপহার পাঠান ইউএনও।
খোঁজ নিয়ে জানা যায়, তাজরীনের বাবা আবদুল ওয়াদুদ দিনমজুর। তাদের পাঁচ সদস্যের সংসার কোনোরকমে খেয়ে না খেয়ে চলতো। টাকার অভাবে তাজরীনের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যবই কিনে দিতে পারছিল না তার পরিবার। খবর পেয়ে নিজের টাকায় পাঠ্যবই কিনে রোববার দুপুরে তাজরীনদের বাড়িতে পৌঁছে দিয়েছেন ইউএনও।
মেধাবী শিক্ষার্থী তাজরীন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জনতা মডেল উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর গ্রামে। এর আগে ২০১৮ সালের জেএসসি ও ২০১৫ সালের পিইসি পরীক্ষায়ও সে জিপিএ-৫ পেয়েছিল।
বই পেয়ে তাজরীন আক্তারের মা মনোয়ারা বেগম বলেন, টাকার অভাবে আমরা মেয়ের বই কিনতে পারছিলাম না। ইউএনও বই কিনে দিয়ে আমাদের মেয়ের পাশে দাঁড়িয়েছেন।
ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, জানতে পারি টাকার অভাবে এই মেধাবী শিক্ষার্থীর বই কিনতে পারছে না। বিবেকের তাগিদে ওই শিক্ষার্থীকে বই উপহার দিয়ে পাশে দাঁড়িয়েছি।