কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ চারজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার এসআই মফিজুল ইসলাম।
পুলিশ সুত্রে জানা যায়,গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কায়সার হামিদ, এসআই মোঃ মফিজুল ইসলাম,এএসআই মোঃ আরমানসহ সসঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার জগন্নাথপুর ইউপির পুর্ব ঝাকুনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের বিদ্যুৎ ঘোষের পুত্র সুকেন ঘোষ (৩৫) ও নগরীর সংরাইশ এলাকার মৃত সামছুউদ্দিনের পুত্র রোমান হোসেন নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। একই সময়ে মহানগরীর টিক্কাচর এলাকার মৃত নুর হোসেনের পুত্র মোঃ রাজন (৩৫), একই এলাকার আরব আলীর পুত্র মোঃ নুর উদ্দিন ( ২৮)কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের হেফাজতে থাকা ২৮ কেজি গাঁজা, ২৩০ বোতল ফেনসিডিল ও ৩৯ বোতল হুইস্কীমদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কোর্ট হাজতে প্রেরন করে থানা পুলিশ