বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নকল প্যারাসুট নারিকেল তেলসহ বিভিন্ন ব্র্যান্ডের তেল উৎপাদন ও বাজারজাত করার দায়ে পুরান ঢাকার চকবাজার এলাকার মামুনের হেয়ার ওয়েল কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কারখানাটিকে সিলগালাও করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (২৪ আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জারিমানার পর কারখানাটি সিলগালা করে দেয়া হয়। বিএসটিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নকল প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলিফুল তেল, ডাবর আমলা, কুমারিকা ও কিউট ব্র্যান্ডের হেয়ার অয়েল তৈরি এবং বাজারজাত করায় পুরান ঢাকার একটি অবৈধ কারখানাকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে অভিযানে ওই নকল কারখানা থেকে এ সময় প্রায় ২৫ হাজার বোতল নকল প্রসাধনী জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এর আগে একই মালিকের বংশালে অবস্থিত কারখানাকে এক লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়।