পাবনার ঈশ্বরদীতে চলন্ত একটি প্রাইভেটকারে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুনে প্রাইভেটকারের সামনের অংশ পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার (২৬ মার্চ) উপজেলার দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে প্রাইভেটকারটি সামনের অংশ পুড়ে যায়। এসময় পাবনা-দাশুড়িয়া মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাড়িটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের। ইঞ্জিন থেকে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আগুনে গাড়িটির ইঞ্জিনের কিছু অংশ পুড়ে গেছে। আগুন দ্রুত নেভানো সম্ভব না হলে সম্পূর্ণ পুড়ে যেতো।