রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইল খুইয়েছেন সজিবুল ইসলাম (২৬) নামে এক টাইলস মিস্ত্রি।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৫টায় গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে স্টোমাক ওয়াশ করা হয়।
শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব হোসেন বলেন, গুলিস্তান জিরো পয়েন্টের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন সজিবুল ইসলাম। হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে স্টোমাক ওয়াশ করা হয়।
তিনি আরও বলেন, পাকস্থলী ওয়াশ দেওয়ার পরে সজিবুল জানান- তিনি পেশায় টাইলস মিস্ত্রি। আজ গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা যাওয়ার জন্য গুলিস্তানে আসেন। সেখানে একটি দোকানে বসে চা খাওয়ার সময় কেউ চায়ের সঙ্গে কিছু মিশিয়ে দেয়। পরে চা খেয়ে তিনি অচেতন হয়ে যান। অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থেকে কিছু টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।
সজিবুল ইসলাম বলেন, ঢামেকে পাকস্থলী ওয়াশের পর সজিবুল ইসলাম সুস্থ বোধ করেন। তার কাছে টাকা না থাকায় আমরা কিছু টাকা দিয়ে তাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছি।