বাজারে কৃত্রিম সংকট ও রমজানকে সামনে রেখে অধিক মুনাফা লাভের আশায় সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মোঃ লায়েকুজ্জামান। যিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন সাবেক উপ-সহকারী কর্মকর্তা।
আজ শনিবার (১২ মার্চ ২০২২) সকালে নিজ কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, বিপিএম(বার), পিপিএম।
সয়াবিন তেল উদ্ধার ও গ্রেফতার সম্পর্কে উপ-পুলিশ কমিশনার বলেন, “আমাদের মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর মোঃ মনির হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ মার্চ ২০২২) সন্ধ্যা ০৭:৫০ টায় ১/১ কাজী নজরুল ইসলাম রোডের একটি বাসা থেকে তীর ও বসুন্ধরা ব্র্যান্ডের ৫১২ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন। এ ঘটনায় মোঃ লায়েকুজ্জামান জামান নামে একজনকে গ্রেফতার করা হয়। যিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন সাবেক উপ-সহকারী কর্মকর্তা”।
এই সময়ে সয়াবিন তেলের মজুদ সম্পর্কে তিনি বলেন, “গ্রেফতারকৃত লায়েকুজ্জামান গত ৬ মার্চ ২০২২ তারিখ কৃষি মার্কেটের সূর্য এন্টার প্রাইজ থেকে ৬৩৬০ টাকায় দুইটি কার্টুনে ৪০ লিটার সয়াবিন তেল ক্রয় করে রিসিট সংগ্রহ করেন। পরবর্তী সময়ে বিভিন্ন দোকান থেকে সয়াবিন তেল সংগ্রহ করে ওই রিসিটে নিজ হাতে পরিমাণ বসিয়ে নেন, যা ফৌজদারি অপরাধ”।
এ সয়াবিন তেল মজুদের মোটিভ সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, “গ্রেফতারকৃত লায়েকুজ্জামান কোন ব্যবসায়ী নন, কোন তেলের ডিলারও নন। তিনি রমজানকে সামনে রেখে ভবিষ্যতে বাড়তি দামে বিক্রি করার জন্য এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য এই তেল মজুদ করে রেখেছেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে”।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপ-পুলিশ কমিশনার বলেন, “বাজারে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য ব্যক্তি এবং ব্যবসায়ী প্রতিটি পর্যায়ে পুলিশ মনিটরিংয়ে রেখেছে। গ্রেফতারকৃত লায়েকুজ্জামানের পিছনে আরো কেউ রয়েছেন কিনা তা বিজ্ঞ আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যাবে”।
ভবিষ্যতে কেউ জনগণকে কষ্ট দিতে বা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।