৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহ আলী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মো: মিঠুন, মোঃ মানিক ইসলাম ও মোঃ ইয়াছিন আলী লিটন ।
বৃহস্পতিবার (১০ মার্চ ২০২২) বেলা ১২:১৫টায় শাহআলী থানার রিয়েল বাইক হাউস নামক একটি পুরাতন মোটরসাইকেলের দোকানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
শাহ আলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান ডিএমপি নিউজকে বলেন, শাহআলী থানার রিয়েল বাইক হাউস নামক একটি পুরাতন মোটরসাইকেলের দোকানের ভিতরে কতিপয় সদস্য চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের জন্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে বিভিন্ন ব্র্যান্ডের ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল ক্রয় করে রিয়েল বাইক হাউস নামক একটি পুরাতন মোটরসাইকেলের দোকানের ভিতর রেখে শাহ আলী থানা এলাকায় বিক্রয় করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।