কুমিল্লায় র্যাবের পৃথক দুটি অভিযানে কোতয়ালী ও সদর দক্ষিন থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও ২৪০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করে।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ ফেব্রæয়ারি ২০২২ইং তারিখ ভোরে কুমিল্লা কোতয়ালী থানাধীন আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযানে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দত্তপাকুটিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আবু সাইদ(২৫)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
পৃথক অন্য আরেকটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ফেব্রæয়ারি ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন বাতাবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ২৪০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক
ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মথুরাপুর গ্রামের মোঃ ইলিয়াস আলীর ছেলে মোঃ ইয়াকুব আমজাদ রকি(২০)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন