“রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হেলমেটের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মনির (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ হাজার ১২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ফোনসেট ও মাদক বিক্রির নগদ তিন হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মনির জানান, তিনি পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন তিনি।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।