ফেনীবাসীর গর্ব বাংলার অবিসংবাদিত নেতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন)। একজন প্রভাবশালী রাজনীতিবিদকে হারালো বাংলাদেশ। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য।
রাজনীতির সিংহু পুরুষ জয়নাল হাজারীর মৃত্যুতে নাগরিক খবরের পক্ষ তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সোমবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক। তার বয়স হয়েছিল ৭৬ বছর। ব্যক্তি জীবনে তিনি চিরকুমার ছিলেন।
ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মেহের জানান, সোমবার বিকেল আনুমানিক সোয়া ৫টায় কার্ডিয়াক বিভাগে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল হাজারীর মৃত্যু হয়। তিনদিন আগে তিনি হৃদরোগসহ নানা সমস্যা নিয়ে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন।