সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন গভীর সমুদ্র থেকে চারটি বাদামি রঙের প্লাস্টিকের বস্তা থেকে ৭ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১২ নভেম্বর) সকালে বিপুল পরিমাণ এ ইয়াবার চোরাচালান উদ্ধার করা হয়।
রাত ১০টার দিকে কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে, এমন গোপন সংবাদে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে মিয়ানমার সীমান্ত দিয়ে একটি ট্রলার আসতে দেখলে সন্দেহজনক অবস্থায় কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি থামানোর সংকেত দেন। ট্রলারটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এসময় ট্রলারটিকে ধাওয়া করে বিসিজি সদস্যরা। তখন ইয়াবা ভর্তি চারটি বাদামি রঙের প্লাস্টিকের বস্তা ট্রলার থেকে সমুদ্রে ফেলে মিয়ানমার সীমান্তে পালিয়ে যান পাচারকারীরা। পরে বস্তাগুলো উদ্ধার করে ভেতরে ৭ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া চলছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।