ফটিকছড়িতে দুই ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ শফি (৫৫) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।U
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লালপুর তোফায়েল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লালপুর তোফায়েল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোরগ প্রতীকের জামাল পাশা ও ফুটবল প্রতীকের মুরাদের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে মোহাম্মদ শফি নামে একজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শামসুদ্দিন জাগো নিউজকে বলেন, লেলাং ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় পাঁচ থেকে সাতজন আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড, ফটিকছড়ি ও মিরসরাইয়ের মোট ৩৯টি ইউনিয়নের ৩৬৬ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এসব এলাকায় মোট ভোটার রয়েছে ৮ লাখ ৫৫ হাজার ৭৮৭ জন। নির্বাচনে ১৯ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে জয়ী হয়েছেন৷ এছাড়া আইনি জটিলতায় ফটিকছড়ির বক্তপুর ও লেলাং ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪ জন জুডিশিয়াল ও ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।