কুমিল্লায় র্যাবের পৃথক দুটি অভিযানে কোতয়ালী মডেল থানাথীন সুবর্ণপুর ও টিক্কাচর ব্রীজ এলাকা থেকে ১৩৫ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহ:পতিবার ৪ নভেম্বর বিকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন সূবর্ণপুর মীরবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ছাওয়ালপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে জয়নাল (৩০) কে গ্রেফতার করে।
পৃথক অভিযানে ৫ নভেম্বর রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর ব্রীজ এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা কোতয়ালি থানার মতিনগর গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে মোঃ খোরশেদ আলম (৩০) এবং ২। একই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ মামুন মিয়া (২৪)।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে র্যাব সদস্যরা।