গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী মুরগি বহনকারী পিকআপ ভ্যানের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার (পাগলাথানার) দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫) এবং খুলনা সদর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হোসেন (৩২)।
তারা গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা-চন্নাপাড়া (দুই নম্বর সিঅ্যান্ডবি) বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ভ্রাম্যমাণ দোকানে মালামাল বিক্রি করতেন।