কুমিল্লার তিতাস জিয়ারকান্দি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্হেয়ে আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধরা হলেন- আহমেদ রনি (২৪), সুমন (২৮), স্বপন (২৫) ও মোজাফফর মুন্সি (৬০) তারা সবাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েরের সমর্থক।
আহতদের ঢামেকে নিয়ে আসা আলাউদ্দীন জানান, তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে বর্তমান চেয়ারম্যান আলী আশরাফের লোকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েরের সমর্থকদের ওপর হামলা করে। এতে শটগানের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা থেকে চারজন গুলিবিদ্ধ অবস্থায় আসছে। তাদের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।