বাঁশখালীতে গাড়িচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (৩০ অক্টোবর) নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, শুক্রবার (২৯ অক্টোবর) বাঁশখালীর পুকুরিয়া এলাকায় ধানক্ষেতে একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন। নিহতের নাম শাহ-আলম (৪০)। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার বালিয়াকান্দি এলাকার চান মিয়ার ছেলে। পেশায় গাড়িচালক শাহ-আলম পরিবার নিয়ে নগরের পশ্চিম বেপারীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের এক পুলিশ কর্মকর্তা জানান, লাশ উদ্ধারের পরদিন (শনিবার) অভিযান চালিয়ে হেলালকে আটক করে পিবিআইয়ের একটি টিম। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়। এ বিষয়ে আজ সকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জাননি তিনি।