কুমিল্লার বরুড়া উপজেলার ৩ নং খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমুল নেতাকর্মীদের ভোটে বিজয়ী হয়েও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন।
শনিবার ৩০ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে খোশবাস উত্তরের ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন লিখিত বক্তব্যে মনোনয়ন বঞ্চিত হওয়ার বিষয়টি জানান।
সংবাদ সম্মেলনে ফরহাদ হোসেন বলেন, চলতি মাসের ১৯ অক্টোবর বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে তৃণমুলের নেতাকর্মীদের ভোটে প্রতিদ্বন্ধি অন্যান্য প্রার্থীদের চেয়ে সর্ব্বোচ ৪৫ টি ভোট পেয়ে আমি বিজয়ী হই।
ফলাফল ঘোষণায় নৌকার মনোনীত প্রার্থী হিসেবে নির্ধারন করে আমার নামে চিঠি ইস্যু করে কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তরে পাঠানো হয়। পরবর্তীতে অদৃশ্য শক্তির ইশারায় ষড়যন্ত্রমুলক ভাবে দলীয় প্রার্থী হিসেবে আমার নাম বাদ দিয়ে কমভোট পাওয়া অন্য একজনের নামে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এত বড় জালিয়াতি ও ষড়যন্ত্রের খবরটি আমার এলাকায় জানাজানি হলে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এছাড়াও আমার সমর্থিত নেতাকর্মী ও সাধারন জনগণের মধ্যে নানা আলোচনা সমালোচনা ও প্রতিবাদের জোয়ার বইছে ।
এত বড় জালিয়াতির ঘটনায় আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের ভাবমুর্তিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমি জাতির বিবেক হিসেবে আপনারা সাংবাদিকগদের মাধ্যমে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাকর্মীদের দৃষ্টি আর্কষণ করার জন্য অনুরোধ করছি।
তিনি বলেন, সম্পুর্ন পরিকল্পিত ও ষড়যন্ত্রমুলক এক অদৃশ্য শক্তির ইশারায় আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এই ষড়যন্ত্রকারীরা দলের সাথে বৈঈমানি করেছে। দলীয় ভাবে তদন্ত করলে তৃণমুল নেতাকর্মীদের সমর্থন ও আমার বিজয় প্রমাণিত হবে।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন— বরুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আয়ুব আলী, সহ-সভাপতি ভবেন্দ্র গোস্বামী,খোশবাস উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা একে এম শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এস এম ফয়সাল খান, ছাত্রলীগ নেতা কায়সার আরিফ, ইমতিয়াজ মাজীদ, শাহিন আহমেদসহ দলীয় নেতা কর্মীরা।